ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর ১৭ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
মুন্সীগঞ্জে অস্ত্র ব্যবসায়ীর ১৭ বছরের কারাদণ্ড

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে আবুবক্কর ওরফে বাক্কু (৩৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে ১৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ দণ্ডাদেশ দেন।


 
দণ্ডাদেশপ্রাপ্ত আবুবক্কর মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়ানের মালপাড়া গ্রামের সালাউদ্দিন শেখের ছেলে।  

আদালত সূত্র জানায়, ২০১৫ সালে অস্ত্র মামলায় গ্রেফতার হন আবুবক্কর ওরফে বাক্কু। দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত আলী চৌধুরী তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।  
 
রায় ঘোষণার সময় আসামি আবুবক্কর আদালতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।