ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষা‍ৎ করেছেন ঢাকা সফররত সৌদি যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী।

সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে দুইদিনের সফরে ঢাকা আসেন তারা।

সংশ্লিষ্ট সূত্র বলছে, সফরকালে মঙ্গলবার (১২ জানুয়ারি) ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘ফায়েল খায়ের’ নামে একটি প্রকল্পের অধীনে নির্মিত কয়েকটি স্কুল কাম সাইক্লোন সেন্টারের উদ্বোধন করবেন তারা।

মঙ্গলবারই সৌদি যুবরাজ ও আইডিবি প্রেসিডেন্টের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

কূটনীতিক সূত্র জানায়, গতবছরের অক্টোবরে জেদ্দায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে যৌথ অর্থনৈতিক সহযোগিতা (জেইসি) সভায় সৌদি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

পরে ডিসেম্বরে রিয়াদ সফরের সময়ও সৌদি যুবরাজকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই আমন্ত্রণ গ্রহণ করেই বাংলাদেশ সফরে এলেন যুবরাজ।

আইডিবির অধীনে ফায়েল খায়ের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ১৮০টি বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ২০১৪ সালের ২৮ এপ্রিল ২৪টি আশ্রয়কেন্দ্র ও স্কুল নির্মাণের কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করাও হয়েছে।

২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে বাকি ১৫৬টি স্কুল কাম সাইক্লোন সেন্টার নির্মাণ কাজ শেষ করা হয়েছে; যা মঙ্গলবার উদ্বোধন করা হবে।

২০০৭ সালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল দিয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘সিডর’ বয়ে যায়। এতে ওই অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।