ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে শিশু সুরাইয়া হত্যা মামলার চার্জশিট দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
যশোরে শিশু সুরাইয়া হত্যা মামলার চার্জশিট দাখিল

যশোর: যশোরের চাঞ্চল্যকর মেধাবী শিশু সুরাইয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে আলোচিত ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী যশোর আদালতে এ চার্জশিট দাখিল করেন।



যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে জানান। তিনি বলেন, দাখিল করা চার্জশিটে চারজনকে আসামি করা হয়েছে। এছাড়া, এই মামলায় আটক হওয়া আরিফুল ইসলাম রিয়াদ নামে সন্দেহভাজন এক আসামিকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

চার্জশিটে অভিযুক্ত চারজন হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়ার হাবিবুর রহমানের ছেলে ইরাদ হোসেন খান ওরফে মাসুদ রানা, একই এলাকার আনসার আলীর ছেলে রিয়াজ, আব্দুল কাদেরের ছেলে আশরাফুল ইসলাম বকুল ও সিরাজ মোগলের ছেলে ফিরোজ মোগল ওরফে বাবুল।

আদালত সূত্র জানায়, সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আকর আলীর মেয়ে ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন (১২) গত বছরের ৭ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়।

পথিমধ্যে মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে আসামিরা তাকে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষর্ণের পরে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় তার বাবা আকর আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৪০১ ঘণ্টা,  জানুয়ারি ১২, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।