ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আদিতমারীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে মৌসুমী বেগম (২২) নামে এক গৃহবধূকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী।

সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে মৌসুমীর ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ।


 
মৌসুমী বেগম উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বেডগড়া গ্রামের মমিন উদ্দিনের মেয়ে। তার ঘাতক স্বামীর নাম নুর নবী। সপরিবারে পলাতক নুর নবী দুর্গাপুরের দক্ষিণ গোবদা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ৩ বছর আগে দেড় লাখ টাকা যৌতুকে দক্ষিণ গোবদা গ্রামের শাহ আলমের ছেলে নুর নবীর সঙ্গে বিয়ে হয় মৌসুমীর। বিয়ের কিছু দিন পর মৌসুমীর ওপর বিভিন্নভাবে নির্যাতন চালাতে থাকে নুর নবী। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশও হয়।

সোমবার বিকেলেও স্বামী-স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মৌসুমীর গলায় রশি চেপে তাকে হত্যা করে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যায় নুর নবী। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে সন্ধ্যায় মৌসুমীর বাবার বাড়িতে খবর দেয়।

পরে স্বজনরা ওই বাড়িতে ঢুকে মৌসুমীর মরদেহ দেখতে পায়। খবর পেয়ে রাতে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আদিতমারী থানায় মামলার প্রস্তুতি চলছে।

মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আকিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গৃহবধূর গলায় রশির দাগ রয়েছে। এছাড়া শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। মঙ্গলবার (১২ জানুয়ারি) মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, অভিযুক্তরা সবাই বাড়িছাড়া। পুলিশ তাদের আটকে মাঠে নেমে পড়েছে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।