ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বৃহস্পতিবার ঢাকার কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রিংলা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বৃহস্পতিবার ঢাকার কর্মস্থলে যোগ দিচ্ছেন শ্রিংলা হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকা: আগামী বৃহস্পতিবার ঢাকার কর্মস্থলে যোগ দিচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।



বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত শ্রিংলা। সেখান থেকেই সরাসরি নতুন কর্মস্থলে যোগ দেবেন ভারতীয় এই কূটনীতিক।

ঢাকায় ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের ১৮ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত করে হর্ষ বর্ধন শ্রিংলাকে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়। ঢাকায় এসে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

ঢাকার উদ্দেশে যাত্রা করার আগে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্রিংলা। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি প্রণবের ব্যক্তিগত আগ্রহ রয়েছে। যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় শ্রিংলা প্রায়ই প্রণব মুখার্জিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অগ্রগতি বিষয়ে অবহিত করতেন। প্রণবের সঙ্গে একাধিকবার তিনি বাংলাদেশে এসেছেনও।

দায়িত্ব পালন শেষে গত ১৯ ডিসেম্বর ঢাকা ছাড়েন ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন তিনি। বর্তমানে নবনিযুক্ত ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা ভারপ্রাপ্ত হাইকমিশনারের দায়িত্ব পালন করছেন।

এদিকে, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুনা তাসনিমের সঙ্গে ব্যাংককে বিদায়ী সাক্ষাৎ করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা। দায়িত্ব পালনকালে তিনি ঢাকা-দিল্লি সম্পর্ক নতুন উচ্চতায় নিতে সচেষ্ট থাকবেন বলে সাক্ষাতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এছাড়া, বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশ-ভারত মৈত্রী অনুষ্ঠানেও সপরিবারে যোগ দেন শ্রিংলা। অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের সংস্কৃতির অন্যতম সেতু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতিনাট্য ও  সঙ্গীত পরিবেশন করা হয়।

ভারতের সরকারি কর্মকমিশনে ১৯৮৪ সালের ব্যাচে যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন হর্ষ বর্ধন শ্রিংলা। দীর্ঘ ৩০ বছরের কূটনীতিক জীবনে শ্রিংলা নয়াদিল্লিতে ইন্ডিয়ান ফরেন সার্ভিস এবং প্যারিস, হ্যানয় ও তেল আবিবে ভারতীয় কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি নিউইয়র্কে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি ভিয়েতনামের হো চি মিন সিটিতে এবং দক্ষিণ আফ্রিকার ডারবানে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশে ভারতের হাই কমিশনারের পদে অভিষিক্ত হবার আগে শ্রিংলা থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে এবং ইউএনএসক্যাপে (UNESCAP) ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি ভারতের মিনিস্ট্রি অব এক্সটারনাল অ্যাফেয়ার্সের বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার ও মালদ্বীপ বিষয়ক যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ওই মন্ত্রণালয়ে জাতিসংঘের পলিটিক্যাল ও সার্ক সংক্রান্ত বিভাগেরও নেতৃত্ব দিয়েছেন। উত্তর বিভাগের (নেপাল ও ভূটান) পরিচালক হিসেবে এবং ইউরোপ পশ্চিম বিভাগের উপ-সচিবও হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রিংলা।

বাংলাদেশ সময়: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
জেপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।