ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদি যুবরাজের আগমনে নিরাপত্তা চাদরে আমতলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সৌদি যুবরাজের আগমনে নিরাপত্তা চাদরে আমতলী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনার আমতলী থেকে: সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ’র বরগুনা জেলার আমতলীতে আগমন উপলক্ষে উপজেলা শহর ও তার অবতরণ স্থান ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় এলাকা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শহরের মোড়ে মোড়ে বসানো হয়ে পুলিশ চেকপোস্ট, টহলে রয়েছে পুলিশের মোবাইল টিম ও সভাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।



এছাড়াও সাদা পোশাকে পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা রাখা হয়েছে পুলিশের রিজার্ভ ফোর্স।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারে করে তিনি পটুয়াখালীতে অবতরণ করবেন বলে জানা গেছে। পরে সড়কপথে বরগুনার আমতলীতে আসবেন।
 
এ সময় তিনি (তুর্কি বিন আবদুল্লাহ) ও আইডিবি প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মাদ আলী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফায়েল খায়ের প্রকল্পের অধীনে নির্মিত কয়েকটি স্কুল কাম সাইক্লোন সেন্টারের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদানের কথা রয়েছে।

আইডিবির অধীনে ফায়েল খায়ের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় ১২ জেলায় স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ চলমান রয়েছে। এর ধারাবহিকতায় বরগুনার আমতলী উপজেলা পাঁচ নম্বর প্যাকেজে সাতটি স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ শেষ হয়েছে। যা আনুষ্ঠানিকভাবে আজ হস্তান্তর করা হবে।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বাংলানিউজকে বলেন, সৌদি যুবরাজের আগমন উপলক্ষে বরগুনার আমতলীতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। যাতে সৌদি যুবরাজের আগমনকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় সে জন্য নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়ে অতিরিক্ত পুলিশ।

দু’দিনের সফরে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা পৌঁছান সৌদি যুবরাজ ও আইডিবি প্রেসিডেন্ট। মঙ্গলবারই তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।