ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবদুল্লাহপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আবদুল্লাহপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবদুল্লাহপুর গোল চত্বর এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেঙ্গল গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা।

মহাসড়কের অবরোধ তুলে নিলেও মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা কারখানাটির সামনে বিক্ষোভ করছিলেন।


 
মঙ্গলবার সকাল ৮টা থেকে কারখানাটির সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে সকাল ৯টার দিকে কারখানার সামনের  ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন তারা। অবরোধে এক ঘণ্টা ধরে মহাসড়কের যান চলাচলা বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী ও সাধারণ যাত্রীরা। এরপর পুলিশ এসে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে, কারখানায় সামনে বিক্ষোভ করতে থাকেন তারা।
 
কারখানার শ্রমিক কামরুজ্জামান বাংলানিউজকে জানান, কয়েক মাসের বেতন-ভাতা বকেয়া থাকায় আন্দোলনে নেমেছেন তারা। কারখানার মালিক ও পুলিশের মধ্যস্থতায় মহাসড়কের অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে এখন কারখানার সামনে বিক্ষোভ করছেন শ্রমিকরা।
 
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এনএ/এমআইকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।