ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সরকারি নির্দেশনা

ঘন কুয়াশায় মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ৫০ কি.মি

স্পেশাল ও সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ঘন কুয়াশায় মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ৫০ কি.মি ছবি: ফাইল ফটো

ঢাকা: ঘন কুয়াশার কারণে দেশের সড়ক ও মহাসড়কগুলোতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় কুয়াশার মধ্যে মহাসড়কে যানবাহন চালানোর সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত সরকারি কমিটি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।



বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, এবং সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে মহাসড়কগুলোতে ট্রাক ও দূরপাল্লার গাড়ি চালকদের বিশ্রাম ও খাবারের জন্য ভারতের আদলে ধাবা স্থাপনেরও সুপারিশ করা হয়। সড়ক পরিবহনমন্ত্রী একে সাধুবাদ জানিয়ে বেসরকারিভাবে ধাবা নির্মাণকারীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এজন্য সরকারি তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নিরাপদ সড়ক আন্দোলনের ইলিয়াস কাঞ্চন, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব জিয়াউল হাসান,

বৈঠকে কুয়াশার কারণে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনার পাশাপাশি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় ঘন কুয়াশার মহাসড়ক-সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশনা দেয়া হয়। এছাড়া যদি কুয়াশা অত্যধিক ঘন হয়ে সেক্ষেত্রে প্রয়োজনে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখতেও বলা হয়। কুয়াশার মধ্যে গাড়ি চালাতে ফগ লাইট ব্যবহার বাধ্যতামূলক করারও নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়। এছাড়া যানবাহনে যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে বিআরটিএ চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

এ কমিটি সপ্তাহে দু’বার করে বৈঠকে বসবে। তারা দুর্ঘটনার কারণ ও প্রতিরোধে সুপারিশ তুলে ধরবেন। দেশের প্রতি জেলায় অনুরূপ কমিটি গঠন করা হবে।

যানবাহনে যৌন হয়রানি প্রতিরোধের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে গঠিত কমিটি যৌন হয়রানি রোধে মনিটরিং করবে। এজন্য সড়ক নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির স্বল্পকালীন সুপারিশমালা বাস্তবায়নে বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কমিটি গঠন করা হবে।    

বৈঠকে সড়ক দুর্ঘটনা কমেছে বলে উল্লেখ করেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। আর বিশ্বের ১৭২টি দেশের মধ্যে সর্বনিম্ন তালিকায় বাংলাদেশ ৯ম।   এ  পরিসংখ্যান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন প্রতি বছরই সড়ক দুর্ঘটনা কমছে।   এ সময় সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি তথ্য নির্ভর নয় বলে উল্লেখ করেন তিনি।

তবে যানজট পরিস্থিতি এখনও সহনীয় নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আগামী ৬ মাসের মধ্যে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে।

সড়ক পরিবহন আইন সংসদের উত্থাপনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও বৈঠকে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী শীতকালীন অধিবেশনে বিলটি উত্থাপনের লক্ষ্যে কাজ চলছে। আইনটি পাস হলে সড়কের দুই ধারে স্থাপনা তৈরি, চালকদের বে-পরোয়া যানচলাচল নিয়ন্ত্রণে আসবে।

পাশাপাশি মন্ত্রী রোড সেফটি কাউন্সিলকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে নিজের বক্তব্যে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন ক্লিন ঢাকা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে তিনি গুলিস্তান এলাকায় ৩/৪ সারি করে বাস দাঁড় করিয়ে রাখার সমস্যা তুলে ধরেন।

এ সমস্যা নিরসনে বুধবার বেলা ১১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের নিয়ে নৌ-পরিবহনমন্ত্রী এবং ঢাকা দক্ষিণের মেয়র বৈঠকে বসবেন বলে জানা গেছে বৈঠক সূত্রে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএস /এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।