ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ধুনটে বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহতসহ বিস্ফোরক  মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল ইসলাম (৪২) নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ধুনট উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।



বিএনপি নেতা রেজাউল ইসলাম ধুনট উপজেলার অলোয়া গ্রামের সোলায়মান আলীর ছেলে এবং ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পদক।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ১৯ জানুয়ারি ধুনট-শেরপুর রোডের হুকুমআলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা করে পিকেটাররা।

এসময় বাধা দিলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। বিএনপি নেতা রেজাউল ইসলাম ওই মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া রেজাউল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে ১টি ও মারপিটের ঘটনায় ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।