ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে দরিদ্র শিশুদের তরল দুধ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
নারায়ণগঞ্জে দরিদ্র শিশুদের তরল দুধ বিতরণ

নারায়ণগঞ্জ: দরিদ্র শিশুদের মধ্যে তরল দুধ বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ শহরের কলেজ রোড এলাকায় প্রায় দেড়শ গরীব শিশুর মধ্যে এ তরল দুধ বিতরণ করেন তিনি।



পারভীন ওসমান বলেন, ওরা আমাদের সন্তান। ওদের সাহায্যে আমাদেরই এগিয়ে আসতে হবে। আমার স্বামী সব সময় গরীব-দুঃখী মানুষের পাশে ছিলেন। এখন তার ছেলে আজমেরি ওসমান রয়েছে, মানুষের যেকোনো প্রয়োজনে আজমেরি তার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা লিমন, সুমন, নাসির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।