ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ঢাকা ব্যাংকের কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ধুনটে ঢাকা ব্যাংকের কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ঢাকা ব্যাংকের উদ্যোগে শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা ডাক বাংলা চত্বরে উক্ত কম্বল বিতরণ করা হয়।



বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনওয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, ঢাকা ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ব্যবস্থাপক আবু সিনা, ধুনটের ভাণ্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ ও স্বেচ্ছাসেবী সংস্থা এসইউএসএস’র নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।