ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনা জেলা পর্যায়ের ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
খুলনা জেলা পর্যায়ের ৫ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় খুলনা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।



প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, জয়িতারা হচ্ছেন অন্যদের কাছে আলোকবর্তিকা। জয়িতা কোনো গল্প নয়, বাস্তবতা।

সমাজের অসহায় ও যারা দুঃখ-কষ্টে রয়েছেন তাদের বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্টদের কাছে জানানোর জন্য জয়িতাদের প্রতি তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইমপ্যাক্ট’র ডেপুটি চিফ অব পার্টি ড. এ কে এম সাইফুল্লাহ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সালমা আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনা হেনা এবং খুলনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এম আবুল বাশার মোল্লা।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপংকর বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন খুলনা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।

খুলনায় ২০১৫ সালে জেলা পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিতরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী কানিজ সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে আনোয়ারা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে পুষ্প রাণী দাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে নার্গিস খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে অ্যাডভোকেট অলোকা নন্দা দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।