ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মবিরতি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
রূপগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কর্মবিরতি

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ দফা দাবিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন।

মঙ্গলবার(১২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মবিরতি পালন করেন চিকিৎসকরা।



এসময় ভোগান্তির শিকার হন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা।

দাবিগুলো হলো- কৃত্য পেশা ভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, উপজেলা ইউএনও’কে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক অবিলম্বে বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভুত সব ধরনের প্রেষণ বাতিল, সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস পদোন্নতির সমান সুযোগ।

কর্মবিরতির পর বক্তব্য রাখেন- ডা. মাহাবুবুল আলম, মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান, সাবিনা ইয়াছমিন, সাবেরা সুলতানা, ওবায়দুল হক, মনজুর রহিম, হোররে মোকাদ্দেস, সালমা ওয়ালি, শারমিন সুলতানা, নাসরিন সুলতানা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।