ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় হোটেল থেকে ৬ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
মঠবাড়িয়ায় হোটেল থেকে ৬ জুয়াড়ি আটক ছবি: প্রতীকী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে তাদের মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।



এর আগে সোমবার (১১ জানুয়ারি) দিনগত রাতে পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

এরা হলেন-শহরের দক্ষিণ বন্দরের বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদার (২৮), কলেজ পাড়ার মো. তাইফুল ইসলাম (২৭) তার ভাই মো. আশরাফুল ইসলাম (২০), সবুজনগর মহল্লার বাসিন্দা নির্মল চন্দ্র শীল (৩৭), রতন কুমার শীল (৩০) ও সুভাষ চন্দ্র শীল (৩৫)।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাতে কয়েকজন জুয়াড়ি শহরের উত্তর বন্দর বিসমিল্লাহ বোর্ডিং নামে একটি আবাসিক হোটেলে জুয়া খেলছিলেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে ছয় জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি ও কিছু নগদ অর্থ জব্দ করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় থানার উপ পরিদর্শক মো. মহিবুল্লাহ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।