ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে প্রতারকের বিচার চেয়ে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বকশীগঞ্জে প্রতারকের বিচার চেয়ে বিক্ষোভ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিধবা ও বয়স্ক ভাতা দেওয়ার নাম করে দুই শতাধিক নারীর কাছ থেকে টাকা উত্তোলনকারী এক প্রতারকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বগার চর ইউনিয়নের সারমারা বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ভুক্তভোগী নারীরা।



স্থানীয়রা জানান, উপজেলার সূর্যনগর গ্রামের প্রতারক নয়ন মিয়া বিভিন্ন গ্রামের বিধবা ও সংখ্যালঘু নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার নাম করে প্রায় ৪ লাখ ৪৯ হাজার টাকা হাতিয়ে নেন। স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাদের নাম ভাঙিয়ে এ টাকা উত্তোলন করেন তিনি।

পরে নারীরা ভাতা না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে তাদের হুমকি দেয় নয়ন মিয়া। এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সারমারা বাজার এলাকায় প্রায় দুইশ নারী প্রতারক নয়নকে গ্রেফতার ও বিচারের দাবি করেন।

বিক্ষোভ মিছিল শেষে বাজার এলাকার ভাটিয়া পাড়া গ্রামে সমাবেশে বক্তব্য রাখেন প্রতারণার শিকার ভারতী রানী এবং মনিরুল ইসলাম, শাহজামাল মিয়া ও মোস্তফা মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।