ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি মোতায়েন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি মোতায়েন

ঢাকা: আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় আধা সামরিক বাহিনী বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজিবি  মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থী ও ছাত্রলীগ-ব্যবসায়ীদের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় রেলপথ অবরোধ, রেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নি-সংযোগের ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ কে এম মাফিজুল হক জানান, ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্লাটুন বিজিবি মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাসুদুর রহমান মাসুদ (২৫) নিহত হওয়ার ঘটনায় বুধবার (১৩ জানুয়ারি) দেশজুড়ে হরতালের ডাক দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২,২০১৬
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।