ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ক্ষুরা রোগে ২৩ গরুর মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বদরগঞ্জে ক্ষুরা রোগে ২৩ গরুর মৃত্যু

বদরগঞ্জ(রংপুর): রংপুরের বদরগঞ্জে ক্ষুরা রোগে ১৫ দিনে ২১টি গরু মারা গেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বদরগঞ্জ পৌরশহরের শাহাপুর মহল্লার ওবায়দুল হক বাদল বলেন, ক্ষুরা রোগে আমার ২টি গরু মারা গেছে।

একটির দাম প্রায় ২ লাখ অপরটির দেড় লাখ টাকা।

একই এলাকার ছাদেকুল ইসলামের ২টি, কাজি আজাহার আলীর ২টি গরু মারা গেছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

এছাড়াও উপজেলার রামনাথপুর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের নূর আলম, শাহাবুল, তসলিম, মাহাবুর, আনোয়ার আলি, দবির উদ্দিনের মোট ৮টি গরু, কালুপাড়া ইউনিয়নের মোহাম্মদ আলি, হারুন মিয়া, মোজাহারুল মিয়ার মোট ৫টি, পৌরশহরের বালুয়াভাটা মহল্লার আবু তালহা, মহাবীর, নজরুল ইসলাম, শামিম মিয়ার ৪টি গরু মারা গেছে গত ১৫ দিনে।

এতে করে বসতবাড়িতে পালিত গরুর মালিক ও খামারিরা চিন্তিত হয়ে পড়েছেন। এ অবস্থা চলতে থাকলে খামারিদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সহ খামার ব্যবসায় ধস নামার আশঙ্কা করছেন তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজ উদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বলেন, আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ কিংবা ভ্যাকসিন নেই। গরুর ক্ষুরা রোগ হওয়ার আগেই ব্যবস্থা নিতে হয়। আক্রান্ত গরুকে টিকা কিংবা ভ্যাকসিন দিয়ে কোনো লাভ হয় না।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।