ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরগঞ্জের দুই ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ঈশ্বরগঞ্জের দুই ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা ও মাইজবাগ ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার ধারবাহিকতায় মঙ্গলবার (১২ জানুয়ারি) এই ঘোষণা এলো।

দুপুরে স্থানীয় ওই দু’ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত বলে ঘোষণা করা হয়। পরিষদ চত্বরে সুশীল সমাজ, শিক্ষার্থী ও এলাকাবাসীদের নিয়ে বাল্যবিয়ে মুক্ত রাখার শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকার।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম ভুইয়া মণি, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, নারী বিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল হাদি ও ফরিদ মিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।