ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নোয়াখালী-লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
নোয়াখালী-লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: নোয়াখালী ও লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) সুপ্রিম কোর্ট সূত্র  জানায়, ১৩ জানুয়ারি সকালে প্রধান বিচারপতি লক্ষ্মীপুরের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন।

ওইদিন রাতেই লক্ষ্মীপুর থেকে তিনি নোয়াখালী যাবেন। পরের দিন অর্থাৎ ১৪ জানুয়ারি প্রধান বিচারপতি সোনাপুরের একটি হাইস্কুলের বৃত্তি ও কম্পিউটার প্রদান অনুষ্ঠ‍ানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
 
ওই অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদারও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
 
এ বিষয়ে প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান বাংলানিউজকে জানান, প্রধান বিচারপতি লক্ষ্মীপুর ও নোয়াখালী সফরে যাচ্ছেন ১৩ জানুয়ারি।

ওই দুই জেলার আদালতগুলো পরিদর্শনের পাশাপাশি তিনি একটি হাইস্কুলের অনুষ্ঠানে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।