ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ডোমারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে রেশমা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মুসারমোড় ভাটিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



মৃত রেশমা ডোমার পৌর এলাকার ৮নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি গ্রামের রেজভী আহমেদের মেয়ে ও ডোমার বালিকা বিদ্যানিকেতনের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, রেশমা সোমবার বিকেলে তার ফুপা ওই এলাকার জহুরুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে বাড়িতে টেলিভিশনে সংযোগ দেওয়ার জন্য নেওয়া বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়ে সে।

বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেশমাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।