ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বর্তমান সরকারের ক্ষমতাগ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে আর কিছুক্ষণের মধ্যেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী বক্তব্য শুরু করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।



প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে একযোগে সম্প্রচারিত হবে।
 
সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে জাতীয় রাজনীতি, পৌর নির্বাচন, সহিংস রাজনীতি ও জড়িতদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি, পদ্মা সেতু, অর্থনীতি, মানুষের আর্থ-সামাজিক অবস্থা, আইনের শাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মত শপথ নেয় আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।