ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীর সন্ত্রাসী আনোয়ার ফরিদপুরে অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
রাজবাড়ীর সন্ত্রাসী আনোয়ার ফরিদপুরে অস্ত্রসহ গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুর শহরের গোয়ালচামট ওয়ারলেস পাড়ায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।



তার বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বলে জানা গেছে।

র‌্যাবের উপ-অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারলেস পাড়ার হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে আনোয়ারকে আটক করা হয়। তিনি রাজবাড়ীর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আনোয়ারের বিরুদ্ধে ফরিদপুরের কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এ আসামির নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় দু’টি হত্যা মামলাও রয়েছে।

বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।