ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
হবিগঞ্জে মাসব্যাপী বাণিজ্য মেলার শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে নিউফিল্ডে মাসব্যাপী কৃষি, শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।



বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউল আলম ও সহকারী পুলিশ (উত্তর) সাজিদুর রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, পরিচালক মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন ও মেলার ইজারাদার পণ্ডিত প্রমুখ।

মেলায় বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর ৯২টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বিনোদনের জন্য রয়েছে সার্কাস।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।