ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৈত্রী এক্সপ্রেসে অভিযান

দেড় কোটি টাকার শাড়ি ও থ্রি-পিস জব্দ, আটক ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
দেড় কোটি টাকার শাড়ি ও থ্রি-পিস জব্দ, আটক ২৬ (ফাইল ফটো)

ঢাকা: ভারতের কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ১কোটি ১৭লাখ টাকা মূল্যের শাড়ি ও থ্রি-পিসসহ ২৬ যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ দল।
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।


 
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
 
তিনি বলেন, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের এসে দাঁড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে ওই ট্রেনে শাড়ি ও থ্রি-পিস বোঝাই মোট ৫৬টি লাগেজের সন্ধান পাওয়া যায়।

লাগেজ থেকে ৯৮০ পিস শাড়ি, ২৫৬ থ্রি-পিস, ১২২ পিস শাল, ৪০ পিস পাঞ্জাবী, ৩২ পিস কোট, ১৫ পিস চাদর, ৩৯ পিস ক্যালকুলেটর, ২ পিস ফ্রক, ২ পিস স্কাট ও ১ পিস সাফারি জব্দ করা হয়।
 
অবৈধভাবে ভারতীয় এসব শাড়ি ও থ্রি-পিস আনায় ২৬ যাত্রীকেও আটক করা হয়  বলে জানান এসি শহীদুজ্জামান।
 
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬/আপডেট ০৩৪১ ঘণ্টা
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।