ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ / ফাইল ফটো

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি মিঠামইন সদরের হেলিপ্যাডে অবতরণ করে।



পরে তিনি হেলিপ্যাড সংলগ্ন মুক্তিযোদ্ধা আব্দুল হক কলেজ, তমিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি মিঠামইন ডাকবাংলোতে বিশ্রাম নিয়ে মিঠামইনের কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাতযাপন করবেন।

তিনদিনের সফর শেষে শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশে মিঠামইন ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।