ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় অপহরণ মামলার পলাতাক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
চকরিয়ায় অপহরণ মামলার পলাতাক আসামি গ্রেফতার ছবি : প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে ডাকাতি ও অপহরণসহ ১৭টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রেজাউল করিমকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে খুটাখালী সেগুন বাগিছার পাহাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

তবে পুলিশ বুধবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতার রেজাউল করিম একই এলাকার মৃত বদি আলমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে ২০১৪ সালে একটি ডাকাতি, একটি অপহরণ ও ফরেস্ট কর্মকর্তাদের মারধরের একটি মামলা রয়েছে।   ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে দায়ের হওয়া পৃথক ১৪টি বন মামলাসহ ১৭টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রেজাউল।

চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম বাংলানিউজকে জানান, গ্রেফতার হওয়া আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।