ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
শেরপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় মানববন্ধন

শেরপুর: শেরপুর শহরের নওহাটা এলাকায় ট্রাকের চাপায় উত্তর গৌরীপুর মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র জুনাইদ ইসলাম (১১) নিহত হওয়ার ঘটনায় দোষী ট্রাক চালকের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি)  সকালে শহরের খোয়ারপাড় মোড়ে উত্তর গৌরীপুর মডেল স্কুলসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, যুব সমাজ, এলাকাবাসী ও অভিভাবকরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।



মানববন্ধন চলাকালে বক্তারা ঘাতক ট্রাক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়ক দুর্ঘটনা রোধে সাত দফা দাবি জানিয়ে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।

গত ৮ জানুয়ারি বিকেলে জেলা শহরের উত্তর গৌরীপুর মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ছাত্র জুনাইদকে শহরের নওহাটা এলাকায় একটি ট্রাক চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুষ্ঠু বিচার ও ২৪ ঘণ্টার মধ্যে দায়ী ট্রাক চালককে  গ্রেফতারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।  
 
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।