ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

পশ্চিম রেলের নিয়োগে প্রকৃত সুইপারদের নেওয়ার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
পশ্চিম রেলের নিয়োগে প্রকৃত সুইপারদের নেওয়ার দাবি

রাজশাহী: পশ্চিম রেলের সুইপার পদে এ সম্প্রদায়ের লোকজনদের নিয়োগ প্রদান ও অন্য সম্প্রদায়ের প্রার্থীদের দেওয়া নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন নিয়োগ প্রার্থীরা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে পশ্চিম রেলের জিএম ভবনের সামনে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।


 
নিয়োগ প্রার্থীরা জানান, চলতি মাসের ১ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত রেলের সুইপার পদে মোট ১২১ জনকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু নিয়োগে সার্কুলারের নিয়ম ভাঙা হয়। জাত সুইপার ছাড়া আবেদন করার কোনো সুযোগ না থাকলেও চলতি নিয়োগে অন্য সম্প্রদায়ের ৫০ জনকে সুইপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তাই বিক্ষোভ করেন নিয়োগ প্রার্থীরা।

এর প্রতিবাদে দুপুরে নিয়োগ প্রার্থী ও তাদের অভিভাবকরা নিজ সম্প্রদায়ের প্রার্থীদের জন্য পশ্চিমাঞ্চল রেলের জিএম ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় সমাবেশও করেন তারা। সমাবেশ থেকে সুইপার পদের নিয়োগ স্থগিত ও জাত সুইপারদের নিয়োগের দাবি জানান তারা।
 
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- নিয়োগ প্রার্থী শুনিল কুমার, নিপা জমাদারনী, স্মৃতি রাণী ও রাজশাহী হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি বসন্ত লাল প্রমুখ।

সুইপার নিয়োগের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে পশ্চিম রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এজিএম) অজিত কুমার কোনো বক্তব্য দিতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।