ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে মাদক বিক্রেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সারিয়াকান্দিতে মাদক বিক্রেতা আটক ছবি : প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে পলাশ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকার কৈয়েরপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।



পলাশ উপজেলার আন্দরবাড়ী গ্রামের মৃত তহসিন আলী আকন্দের ছেলে।

সারিয়াকান্দি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশের একটি দল কৈয়েরপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এলাকা থেকে মাদক বিক্রেতা পলাশকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।