ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের বন্ধু জ্যাকবের মৃত্যুতে নির্মূল কমিটির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মুক্তিযুদ্ধের বন্ধু জ্যাকবের মৃত্যুতে নির্মূল কমিটির শোক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকব

ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির, সহ-সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, ও চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল বুধবার (১৩ জানুয়ারি) এক শোকবার্তায় জে এফ আর জ্যাকবের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।


 
শোকবার্তায় নির্মূল কমিটির নেতারা বলেন, ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমাণ্ডের প্রধান স্টাফ অফিসার হিসেবে লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তিনি সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমেদের মুক্তিযুদ্ধকালীন সরকারের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখতেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরে পাকিস্তানি জেনারেল নিয়াজীকে বাধ্য করানোর ক্ষেত্রে অত্যন্ত দায়িত্বশীলতা ও প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তার আত্মজীবনীতে বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন সরকারের সাহস, দেশপ্রেম ও দক্ষতার ভূয়সী প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধে তার অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন অনন্যসাধারণ বন্ধুকে হারিয়েছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালির বন্ধু ও সাহসী ভারতীয় সেনাপতি এবং পাঞ্জাবের সাবেক গভর্নর লেফটেন্যান্ট জেনারেল (অব.) জেএফআর জ্যাকব বুধবার সকালে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএসআর

** বাঙালির বন্ধু ভারতীয় সেনাপতি জ্যাকব আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।