ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বিএনসিসির ট্রেনিং এক্সারসাইজের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
রাজশাহীতে বিএনসিসির ট্রেনিং এক্সারসাইজের উদ্বোধন

রাজশাহী: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডের কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের ট্রেনিং এক্সারসাইজ বিভাগীয় শহর রাজশাহীতে শুরু হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের পরিচালক ড. মনসুর রহমান ১৪ দিনব্যাপী এ এক্সারসাইজের উদ্বোধন করেন।



ক্যাপ্টেন ড. মফিজুদ্দীন জানান, এই ট্রেনিংয়ে রাজশাহী ও রংপুর বিভাগের ৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১৫ জন নারী ক্যাডেটসহ মোট ৫০৩ জন ক্যাডেট অংশ নিচ্ছেন।

তাদের প্রশিক্ষণ দিচ্ছেন ৪ সামরিক কর্মকর্তা, ৭ টেরিটোরিয়াল ফোর্স অফিসার, ৯ প্রফেসর আন্ডার অফিসার, ৭ জন টিচার আন্ডার অফিসার।

তিনি আরও জানান, এ ট্রেনিংয়ে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি বির্তক প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ব্যক্তিগত গুণাবলী বিকাশের প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী হবে ২৪ জানুয়ারি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে অনুষ্ঠিত ট্রেনিং শেষ।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।