ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ডাকাত দলের ৮ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মতিঝিলে ডাকাত দলের ৮ সদস্য আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।


 
বুধবার (১৩ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের ডিসি (পূর্ব) মাহবুব আলম সাংবাদিকদের জানান, মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
ডাকাত দলের আটক সদস্যরা হলেন- মো. বাবুল হোসেন, মো. ইসরাফিল, মো. আবুল বাশার মোল্লা, মো. এনামুল  হক, মো. সজিব শেখ, মইনুল ইসলাম, লতিফ মিয়া ও রাজন। এ সময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ৫টি ছুরি, ১২টি মোবাইল ফোন সেট, ডাকাতির কাজে ব্যবহৃত পাটের দড়ি ও ৯ হাজার আটশ’ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে। দীর্ঘদিন ধরে তারা রাজধানীসহ এর আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিলো।
 
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০‌১৬
এনএ/আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।