ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আগুনে ৩০ ঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
রাঙামাটিতে আগুনে ৩০ ঘর পুড়ে ছাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি শহরে অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
 
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের টিটিসি রোডে এক বাসায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।


 
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। পরে পৌনে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।  
 
আগুনে প্রায় ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। এতে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানায় এলাকাবাসী।
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, তিনটি ইউনিট এক সঙ্গে কাজ করে এক ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।