ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
উপজেলায় স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ

ঢাকা: দেশের উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়।



কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার, মো. কবিরুল হক, এ.এম. নাঈমুর রহমান, মো. মাহবুব আলী, মো. নূরুল ইসলাম তালুকদার এবং আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অংশ নেন।

এ সময় গত বৈঠকে গৃহীত সুপারিশসমূহের বাস্তবায়ন অগ্রগতি, আসন্ন আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-২০১৬ এর আয়োজনের সর্বশেষ প্রস্ততি, ৯ম জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির যেসব সুপারিশ গৃহীত হয়েছিল সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে সুপারিশ করে। পাশাপাশি পরবর্তী বৈঠকে ক্রীড়া সংশ্লিষ্ট ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেয় কমিটি।

একই সঙ্গে বৈঠকে পূর্বাচল, গোপালগঞ্জ ও কক্সবাজারে নির্মাণাধীন স্টেডিয়াম পরির্দশনের সিদ্ধান্ত নেয় কমিটি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।