ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

ইউপি নির্বাচনের দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ইউপি নির্বাচনের দাবিতে ফুলছড়িতে বিক্ষোভ-ভাঙচুর ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দাবিতে উপজেলা শহরে প্রতীকী হরতাল ও বিক্ষোভ মিছিল করছে স্থানীয় বাসিন্দারা।

এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যানের ভাই সাংবাদিক মনার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় তারা।



বুধবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুরে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সীমানা জটিলতা দেখিয়ে গজারিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টুর হাইকোর্টে দায়ের করা রিটের প্রতিবাদে চার সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে স্থানীয়রা।

এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতীকী হরতাল শেষে উপজেলা শহরে মিছিল বের করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ সময় তারা গজারিয়া ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সমকালের উপজেলা ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ভবতোষ রায় মোনার থানা সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কম্পিউটারসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।   

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এতে মিছিলকারীরা ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমানের অপসারণ দাবি করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে।

খবর  পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল হক ও  ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান মোল্লা ঘটনাস্থলে এসে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে গজারিয়া ইউপি চেয়ারম্যান মনতোষ রায় মিন্টু বলেন, ইউনিয়নের জিয়াডাঙ্গা, গলনা ও ভাজনডাঙ্গা – এ তিনটি মৌজা নদী ভাঙনে বিলীন হওয়ায় ইউনিয়নের মানচিত্র পরিবর্তিত হয়ে গেছে। তাই সীমানা পুনঃনির্ধারণ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। এটি বিবেচনার এখতিয়ার কর্তৃপক্ষের।

কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে তার ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় তার ছোট ভাই সাংবাদিক মোনার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।