ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৫ জন সর্বস্বান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
রাজধানীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ৫ জন সর্বস্বান্ত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে পাঁচজন সর্বস্বান্ত হয়েছেন। তাদের মোট ৬০ হাজার টাকা খোয়া গেছে।



অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিরা হলেন বিল্লাল হোসেন (৩৫), রাসেল (২৪), শাওন আহমেদ (৩৬), রোকন উদ্দিন (৪০) ও আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  ভর্তি করা হয়।

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে উদ্ধার হওয়া বিল্লাল হোসেনের পরিচিত জাকির জানান, বিল্লাল হোসেনের বাড়ি লক্ষ্মীপুর সদরে। সেখানে তার ফার্নিচারের দোকান রয়েছে। সায়েদাবাদ বাস টার্মিনালে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন জাকির।

এ সময় বিল্লালের জামার ডান পকেট কাটা ছিল, জানান তিনি।

আজিমপুরের গার্লস স্কুলের সামনে থেকে অচেতন অবস্থায় রাসেলকে উদ্ধার করেন তার মামা আশিক। তিনি জানান, রাসেল সাভারে থাকেন এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। খবর পেয়ে রাসেলকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন তিনি। রাসেলের পকেট থেকে দুই হাজার টাকা খোয়া গেছে, জানান আশিক।

নিউমার্কেট চাঁদনীচক এলাকায় রাস্তার পাশ থেকে শাওন আহমেদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তার সহকর্মী রাজিব। শাওন রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিসের কাজে ৫০ হাজার টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি, জানান রাজিব।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় রোকন উদ্দিনকে। তার আত্মীয় রুবেল জানান, খবর পেয়ে তাকে  উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজ্ঞানপার্টির সদস্যরা রোকনের কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।

এছাড়া গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে কাজল নামে এক পথচারী। তিনি জানান, আক্রান্ত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর।

মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে বলেন, অচেতন অবস্থায় পাঁচজনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তাদের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এজেডএস/আরএইচএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।