ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হত্যা মামলার আসামি মা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
মেহেরপুরে হত্যা মামলার আসামি মা-ছেলে গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের চাঁদ আলী হত্যা মামলার প্রধান আসামি শ্যামল ও ২নং আসামি তার মা আসমা খাতুনকে ঢাকার হাইকোর্ট মোড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শাহাবাগ থানা পুলিশের সহায়তায় গাংনী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।



আটককৃতরা হলেন- শ্যামল গাংনী উপজেলার হাড়াভাঙ্গা বাগানপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে ও স্ত্রী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৫ জানুয়ারি হাড়াভাঙ্গা গ্রামের আসমানী খাতুন ও তার ছেলে শ্যামল গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চাঁদ আলীকে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে রাজশাহী সিডিএম ক্লিনিকে নেন। সেখানে ৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী শরিফা খাতুন গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।