ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রিংলা ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রিংলা ঢাকায় হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকা: নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (জানুয়ারি ১৪) দুপুর ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।



এর আগে ব্যাংককে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা । তিনি বিদায়ী হাইকমিশনার পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হলেন।

ব্যাংককের রাষ্টদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি দীর্ঘদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ডেস্কে কর্মরত ছিলেন।

হর্ষ বর্ধন শ্রিংলার কূটনৈতিক ক্যারিয়ার ত্রিশ বছরের। নয়াদিল্লিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছাড়াও তিনি প্যারিস, হ্যানয়, ও তেলআবিবে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ছিলেন। এছাড়া জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে মিনিস্টার/কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘন্টা, জানুয়ারি ১৪, ২০১৪
জেপি/এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।