ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বগুড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র এক সপ্তাহের মাথায় গৃহবধূ হামিদা বেগমকে (৪৫) তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।


 
বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার রায়নগর উত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালের দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
 
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, হামিদা বেগমের শরীরে গ্যাস ট্যাবলেট পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে নিহতের স্বজনরা দাবি করেছেন।
 
তবে নিহতের ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। এছাড়া নিহতের স্বামীকে আটকের চেষ্টা চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।
 
স্থানীয়রা জানান, উপজেলার রায়নগর মধ্যপাড়ার আফজাল হোসেনের স্ত্রী হামিদা বেগমের সঙ্গে একই এলাকার সাইফুল ইসলামের বেশ কিছুদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল।
 
এদিকে সপ্তাহখানেক আগে দুই সন্তানের জননী হামিদা বেগম আগের স্বামীকে ছেড়ে বিবাহিত সাইফুল ইসলামের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন। তারা উত্তরাপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে মোহরানার টাকা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়।   
 
বুধবার দিনগত রাতের কোন এক সময় সাইফুল ইসলাম স্ত্রী হামিদা বেগমের শরীরে গ্যাস ট্যাবলেট পুশ করে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
 
এতে অসুস্থ হয়ে পড়লে হামিদা বেগম ঘটনাটি বাড়ির মহিলাদের খুলে বলেন। এরপর তারা একজন গ্রাম্য চিকিৎসককে ডেকে এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেন।
 
পরে বৃহস্পতিবার সকালে হামিদা বেগম মারা যান।  
 
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।