ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
উত্তরায় ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তরায় উত্তরা ক্লাবের নির্মাণাধীন ছয়তলা ভবনের চারতলা থেকে পড়ে  মাধব রায় (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হহেয়ছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মাধবের সহকর্মী কবির বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মতো আজও আমরা ভবনে কাজ করছিলাম। সকালে চারতলায় ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় মেশিনের ধাক্কায় মাধব নিচে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মাধবের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার কোটামারা গ্রামে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এজেএডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।