ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
হবিগঞ্জে ট্রাকচাপায় ৩ শ্রমিক নিহত ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকচাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী।



শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন, মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৬৯৩২) ও চালককে আটক করেছে পুলিশ। বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বর্তমানে বিক্ষোভ করছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।