ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বোরহানউদ্দিনে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ছবি: প্রতীকী

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার মোল্লারহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিতে এ দুর্ঘটনা ঘটে।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে বাজারের জামালের চায়ের দোকান, সালেম মাস্টারের ফার্মেসি, আনোয়ার হোসেন ও মাহাবুবের ফার্নিচারের দোকান, হাসিম হাওলাদারের গার্মেন্টস পোশাকের দোকান ও জাকির হোসেনের মুদি সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয়রা সূত্র জানায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ভোর ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

বেরাহানউদ্দিন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, সরকারিভাবে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হয়েছে। তবে  বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।