ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ক্ষুরা রোগে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আদিতমারীতে ক্ষুরা রোগে আক্রান্ত এলাকায় মেডিকেল টিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গরুর ক্ষুরা রোগ মহামারী আকার ধারণ করেছে। এ রোগ থেকে গবাদি পশু রক্ষা করতে মেডিকেল টিম গঠন করেছে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ।



শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মেডিকেল টিম নিয়ে ব্যাপক আক্রান্ত এলাকা বড় কমলাবাড়ি গ্রামে আসেন উপজেলা ভেটেনারি সার্জন ডা. ফারুক আহম্মেদ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে দেশের সেরা অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজে আদিতমারীতে ক্ষুরা রোগে ২০ গরুর মৃত্যু শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যার ফলশ্রুতিতে নড়েচড়ে বসেছে প্রাণিসম্পদ বিভাগ।

মেডিকেল টিমের প্রধান আদিতমারী উপজেলা ভেটেনারি সার্জন ডা. ফারুক আহম্মেদ বাংলানিউজকে জানান, সীমান্ত অতিক্রম করে প্রায় প্রতি নিয়ত ভারতীয় গরু আসায় এসব অঞ্চলে ক্ষুরা রোগ দেখা দেওয়া স্বাভাবিক। এটি একটি ভাইরাস জনিত সংক্রামক রোগ। তাই দ্রুত প্রভাব বিস্তার করে। বড় কমলাবাড়ি এলাকায় যেহেতু ব্যাপক হারে ক্ষুরা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তিনজন চিকিৎসক ও দু’জন স্বেচ্ছাবেসীসহ পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
 
মেডিকেল টিমটি আক্রান্ত এলাকায় গরু প্রতি মাত্র ১০ টাকা হারে ফি নিয়ে ক্ষুরা রোগের প্রতিষেধক টিকা দিচ্ছে। দিনভর চলবে এ অভিযান। আক্রান্ত সব এলাকায় পর্যাক্রমে এ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম জানান, মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে বড় কমলাবাড়ি এলাকায় প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম পাঠানো হয়েছে।

এ সময় সঠিক সংবাদ তুলে ধরার জন্য বাংলানিউজকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।