ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বেগমখান চা বাগানে অর্থনৈতিক অঞ্চল বাতিলের দাবি চা শ্রমিকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
বেগমখান চা বাগানে অর্থনৈতিক অঞ্চল বাতিলের দাবি চা শ্রমিকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেগমখান চা বাগানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে আদিবাসী ছাত্ররা।

শুক্রবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।



আয়োজক সংগঠনের সভাপতি অনন্ত ধামাইয়ের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি জনার্দিন দত্ত নান্টু, পাহাড়ী ছাত্র পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোনালিসা চাকমা, গারো ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক টনি বিরান, হাজং ছাত্র নেতা তমাল হাজং, সাঁওতাল ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুবোট এম বাস্কে।

অনন্ত ধামাই বলেন, হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর-বেগমখান চা বাগানের কৃষি জমিতে সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রায় আট হাজার আদিবাসী ভূমিহীন হয়ে যাবে। এতে করে এই অঞ্চলের মানুষের জীবন আরও সংকটাপন্ন হয়ে পড়বে।

এ সময় তিনি চার দফা দাবি বাস্তায়নেরও দাবি তোলেন। এগুলো হলো- অর্থনৈতিক অঞ্চল অবিলম্বে বাতিল, চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিশ্চিতকরণ, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও পার্বত্য শান্তিচুক্তির যথাযথ বাস্তবায়ন।

জনার্দন দত্ত নান্টু বলেন, আদিবাসীদের অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। তাই অধিকার  রক্ষার আন্দোলনে সকল বাম সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা বলেন, চা শ্রমিকরা সেই ব্রিটিশ আমল থেকে শোষণের শিকার। তাদের জীবন মানের কোনো পরিবর্তন হয়নি। উপরন্তু উচ্ছেদ করা হচ্ছে। অথচ এই আদিবাসীদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। রয়েছে বাঁচার অধিকার।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।