ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

দোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের অপসারণ দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
দোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের অপসারণ দাবি ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি, অনিয়ম আর স্বেচ্ছাচারিতার অভিযোগে দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন একাবাসী ও অভিভাবকরা।

শুক্রবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনের তারা এ দাবি জানান।



এলাবাসী অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- অভিভাবক ও এলাকাবাসী আবুল বাশার বাদল, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম, ব্যারিস্টার সামিউল ইসলাম প্রমুখ।

অলিউর রহমান বলেন, প্রধান শিক্ষক আতাউর দীর্ঘদিন ধরে অনিয়ম আর দুর্নীতি করে আসছেন। যার জন্যই আজ এলাকাবাসী সোচ্চার হয়েছেন। আজ সকলেই তার অপসারণের দাবি তুলেছেন।

আবুল বাশার বাদল বলেন, আতাউর রহমান হেন কোনো অনিয়ম নেই যে তিনি করেন নি। দীর্ঘ ছয় বছর ধরে ম্যানেজিং কমিটির নির্বাচন দেননা। অ্যাড হক কমিটি দিয়ে কাজ চালাচ্ছেন। ফলে দুর্নীতিতে তিনি বলয় তৈরি করছেন।

একই সঙ্গে তিনি স্কুলের সব শিক্ষার্থীর জন্য কোচিং বাধ্যতামূলক করেছেন। কোনো ছাত্র তার কাছে কোচিং না করলে তাকে ফেল করিয়ে দেওয়া হয়।

এ নিয়ে অভিভাবকরা কথা বলতে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন আতাউর রহমান।
শ্যামপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানজিদা খানমের শেল্টারে আতাউর রহমান দুর্নীতি আর স্বেচ্ছাচারিতা করছেন বলেন অভিযোগ করেন বক্তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।