ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট আইনজীবী সমিতিতে শামিউল সভাপতি, আশরাফ সম্পাদক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সিলেট আইনজীবী সমিতিতে শামিউল সভাপতি, আশরাফ সম্পাদক

সিলেট: উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৬। নির্বাচনে সভাপতি পদে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট একেএম শামিউল আলম।

সাধারণ সম্পাদক পদে মাত্র ২ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতব্যাপী ভোট গণনা সম্পন্ন হয়।
আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার ভোটার ছিলেন ১ হাজার ৩শ’ ৬৬ জন। এর মধ্যে ১ হাজার ৩৬টি ভোট কাস্ট হয়। এতে সভাপতি পদে রেকর্ড সংখ্যক ভোট পান একেএম শমিউল আলম। তার প্রাপ্ত ভোট ৮শ’৩০টি। সভাপতি পদে তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আখতার হোসেন খান পেয়েছেন ২শ’১৪ ভোট।

প্রথম সহসভাপতি পদে ৫শ’ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অশোক কর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাভোকেট আখতার বক্স জাহাঙ্গীর পেয়েছেন ৩শ’ ৯৭ ভোট।
দ্বিতীয় সহ সভাপতি পদে ৩শ’ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন ওলিউল্লাহ মারুফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট জহুরুল ইসলাম পেয়েছেন ২শ’ ২১ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ফজলুল হক সেলিম পেয়েছেন ২শ’৪৮ ভোট।

এ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আরও তিন প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট হোসেন আহমদ ২৩০ ভোট, অ্যাডভোকেট বেলাল উদ্দিন ২১৫ ভোট এবং অ্যাডভোকেট কামাল হোসেন ১০৬ ভোট পান।

যুগ্ম সম্পাদক পদে ৩৪৮ ভোট পেয়ে বিজয়ী হন অ্যাডভোকেট জুবায়ের বখত জুবের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন দিলু পেয়েছেন ৩৪৪ ভোট। একই পদে জোহেরা জেসমিন হিরা ২৭০ ও অ্যাডভোকেট ফজলুল হক ৭১ ভোট পেয়েছেন।

সহ সম্পাদকের দু’টি পদে আহমেদ ওবায়দুর রহমান ফাহমি ৭শ’ ৫৪ ভোট এবং অ্যাডভোকেট জয়নুল হোসেন রুবেল ৪৪০ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ইমরাম আহমদ ৪৩৮ ভোট এবং অ্যাডভোকেট শাহেদ আহমদ ১২৬ ভোট পেয়েছেন।

নির্বাচন কর্মকর্তা পদে মো. কামরুজ্জামান ৪৬০ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে অ্যাডভোকেট মাহবুব হোসেন ২৯১ ভোট এবং ২৬১ ভোট পান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী।

সমাজ সেবা সম্পাদক পদে অ্যাডভোকেট আজাদ আহমদ ৪৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে অন্য দুই প্রার্থীর মধ্যে অ্যাডভোকেট খালেদ আহমদ জুবায়ের ২৭৫ ভোট এবং অ্যাডভোকেট মাছুম আহমদ ২৬৪ ভোট পান।

লাইব্রেরি সম্পাদক পদে ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন  অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট বিদ্যুৎ কুমার দাশ বাপন ৩৯৬ ভোট  এবং অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসীন পেয়েছেন ২২২ ভোট।

এছাড়া কার্য নির্বাহী সদস্যের ১১টি পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে অ্যাডভোকেট আজিজুর রহমান ৭৬৮ ভোট, অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম ৭৪৬ ভোট, অ্যাডভোকেট মনির উদ্দিন ৭১২, অ্যাডভোকেট জ্যোতির্ময় পুরকায়স্ত কাঞ্চন ৬০৬, অ্যাডভোকেট আখতার উদ্দিন আহমেদ টিটু ৫৫৩, অ্যাডভোকেট এখলাছুর রহমান ৫৪৬, অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ চৌধুরী ৫৩১, অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকী ৫১৩, অ্যাডভোকেট সুজিত কুমার বৈদ্য ৪৯৪, অ্যাডভোকেট আলীম উদ্দি ৪৮৬ ও অ্যাডভোকেট ওবায়দুর রহমান ৪৮০ ভোট পেয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্রার্থীদের মধ্যে অ্যাডভোকেট আহমদ আলী ৪৭৬ ভোট, অ্যাডভোকেট আত্তর আলী ৪৪৯, অ্যাডভোকেট সিরাজুল হক ৪২৯, অ্যাডভোকেট মহি উদ্দিন ৪২৬, অ্যাডভোকেট মামুন আহমদ শিকদার ৩৪৯, অ্যাডভোকেট মুজিবুর রহমান ৩০০ ও অ্যাডভোকেট তাজুল ইসলাম ২৫১ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন উপলক্ষে নবীন প্রবীণ আইনজীবীদের পদচারণায় মুখর ছিল সিলেটের আদালতপাড়া।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এনইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।