ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুর শহীদ স্মৃতি স্কুলের পুনর্মিলনী উদযাপন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
মধুপুর শহীদ স্মৃতি স্কুলের পুনর্মিলনী উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পুনর্মিলনী উদযাপিত হয়।



মধুপুর শহীদ স্মৃতি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক।

বেলা সাড়ে ১১টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়। পরে মঞ্চে স্মৃতিচারণ করেন সাবেক শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়।

পুনর্মিলনীতে স্কুলের বিগত ৪০ বছরের সাবেক শিক্ষার্থীদের অনেকে অংশ নেন। ঢাকা থেকে হেলিকপ্টারে করে এসে যোগ দেন স্কুলের প্রতিষ্ঠাতা  ও বর্তমান পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নূর রহমান।

আয়োজন সূত্র জানায়, পুনর্মিলনীতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেন। তাদের তথ্য ও ছবি সম্বলিত একটি স্যুভেনির প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, নবনির্বাচিত পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।