ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে স্বর্ণের কারিগরকে ছুরিকাঘাতে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
কেরানীগঞ্জে স্বর্ণের কারিগরকে ছুরিকাঘাতে হত্যা

ঢাকা: ঢাকা জেলার কেরানীগঞ্জে এক স্বর্ণের কারিগরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝন্টু ঘোষ (২২) নামে ওই ব্যক্তি পৌষ মেলা থেকে সন্ধ্যায় বাসায় ফিরছিলেন, এমন সময় তার পেটে ছুরি দিয়ে জখম করা হয়।



শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঝন্টুর বাবার নাম প্রফুল্লু ঘোষ। তাদের বাড়ি কেরানীগঞ্জের আঁটিবাজারে।

ঘটনা প্রসঙ্গে নিহতের স্বজনরা বাংলানিউজকে জানান, স্থানীয় জিয়ানগরে মালঞ্চ মাঠে জাকিরসহ ৪/৫ জন তাকে ছুরি মারে। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৮টার দিকে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।