ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: একাত্তরের রাজাকারদের প্রেতাত্মারাই ব্রাহ্মণবাড়িয়ায় জঘন্য ধ্বংসলীলা চালায় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে শিল্পকলা একাডেমি আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।



জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আলেয়া জাহান তৃপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সম্পাদক ওসমান গণি সজীব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ, পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত, ফটোগ্রাফি, যন্ত্রসঙ্গীত, লোকসংস্কৃতি ও যাত্রা শিল্প- এই পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- সঙ্গীতে সন্ধ্যা রায়, ফটোগ্রাফিতে মানিক লাল বণিক, যন্ত্রসঙ্গীতে মো. শামসুদ্দিন খান, লোকসংস্কৃতিতে দূর্গাচরণ দাস ও যাত্রা শিল্পী চন্দ্রা রাণী দাস।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।