ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
কক্সবাজারে ছিনতাইকারী আটক

কক্সবাজার: কক্সবাজার শহরে হামিদ হোসেন (২৩) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে শহরের বাজারঘাটা থেকে তাকে আটক করা হয়।



হামিদ শহরের কলাতলী রোড়ের লাইট হাউস পাড়ার মৃত আব্দুল মোনাফের ছেলে।  

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে আটটায় বেসরকারি টেলিভিশন আরটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি সাইফুর শাহীনের স্ত্রী ও তার শ্যালিকা মার্কেট থেকে রিকশা যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বাজারঘাটা নিউমার্কেট এলাকায় ছিনতাইকারী যুবকটি শাহীনের স্ত্রীর কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে। পরে পুলিশে সোপর্দ করে।  

কক্সবাজার সদর থানার এসআই আব্দুর রহিম বাংলানিউজকে জানান, আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
টিটি/এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।